মোঃরমিজ উদ্দিনঃ গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের গো-হাটা ফেডারেশন মাঠে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। পূর্বে আড়াই কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন পরে তিনি বাড়িয়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। শুক্রবার (৪ জুন) বিকেলে প্রস্তাবিত স্টেডিয়াম (গোহাটা) মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবলের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল একথা বলেন। এ সময় খেলা পাগল হাজারো মানুষ কড়তালি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের বক্তব্যকে স্বাগত জানান। ফাইনাল খেলায় রাওনা ইউনিয়ন একাদশ মশাখালী ইউনিয়ন একাদশ দলকে ২-০ গোলে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, সাবেক খেলোয়ার ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জাতীয় হকি দলের সাবেক খেলোয়ার মাহবুব এহসান রানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, সাহাবুল আলম, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের খেলা পাগল হাজারো মানুষ
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- এরদোয়ানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
- স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যালে শিক্ষামন্ত্রী নতুন শিক্ষাক্রমে এসএসসি ২০২৬ সালে
- টেকনাফে ৩ লাখ ইয়াবা ইয়াবা উদ্ধার
- নৌযানের প্রথম শ্রেণির মাস্টারশিপ পরীক্ষায় ৭১ জন উওীর্ণ
- গণঅধিকার পরিষদের মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ
- গড়গড়িয়া মাস্টারবাড়ী-বেড়াইদেরচাল-বেপারীবাড়ী-লিচু বাগান সড়কের বেহাল দশা
- তিতাসে শাহিনুল ইসলাম সোহেল এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- আশুলিয়ায় গাঁজাসহ গ্রেফতার ১