মোঃরমিজ উদ্দিন, গফরগাঁও ঃময়মনসিংহে গফরগাঁও করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন সফল করতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, হতদরিদ্র ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করছে উপজেলা প্রশাসন শনিবার (৩ জুলাই) পৌর শহর ও হাট বাজারের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে লকডাইনের নির্দেশনা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও সহকারী কমিশনার(ভূমি) কাবেরী রায়।এদিকে জরুরি প্রয়োজন ছাড়া যারা নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছেন এবং স্বাস্থ্য বিধি মানছেন না তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানাসহ আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়া বিধি নিষেধ অমান্য করে ব্যবাসা প্রতিষ্ঠান খোলা, মোটরসাইকেল এবং বিভিন্ন যানবাহনের জরিমান আদায় করেন। লকডাউন সফল করার জন্য সেনাবাহিনী, গফরগাঁও ও পাগলা থানা পুলিশ এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. তাজুল ইসলাম জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করছে।
Add A Comment