মোঃরমিজ উদ্দিন : ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রদর্শনী প্রাণিসম্পদ উদ্যোগে দিনব্যাপি অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালেরপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) পৌর শহরের ভেটেরিনারি হাসপাতাল মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন, ‘আজকের অনুষ্ঠান উদ্বোধন করার কথা ছিল আমাদের প্রিয় নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের। কিন্তু সংসদ অধিবেশন চলমান থাকায় জরুরী প্রয়োজনে তিনি ঢাকায় চলে গেছেন। তাই উপস্থিত থাকতে পারেননি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাবেরী রায়, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুনুর রহমান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রেজাউল করিম, ভেটেরিনারি সার্জন ডা. আরিফুল ইসলাম প্রমুখ।
প্রদর্শনীতে ২০টি স্টলে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, সজারু, হাঁস, পাখি, সাপসহ প্রায় ৩০ প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়।