গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃ গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহামানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালন করা করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃমাইনুদ্দিন খান মানিক,গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার,সমবায় কর্মকর্তা আবুল কাশেম,ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী,তারিকুল ইসলাম রিয়েল প্রমুখ সংযুক্ত ছিলেন।