গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় স্বপ্না আক্তার (১২) নামের এক কিশোরীকে হত্যার অভিযোগে রেজাউল (৪০) নামের ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রাত আটটার দিকে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরাগোস্তী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তার দেয়া তথ্য মতে রাত আনুমানিক এগারোটায় চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের একটি খাল থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ও নিহতের পরিবারের অভিযোগ, শনিবার সকালে ছোট শিবা গ্রামের কিশোরী স্বপ্না বাড়ির পাশের বিলে কলোই শাক তুলতে যায়।
পরে রেজাউল স্বপ্নাকে হত্যা করে লাশ গুম করতে ফেলে দেয় পাশ্ববর্তী খালে। গলাচিপা থানার ওসি শোনিক কুমার গায়েন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।