মেহেরপুর প্রতিনিধি
প্রতারণার ফাঁদে ফেলে প্রেমিকার অবৈধ গর্ভপাত ঘটানোর ঘটনায় মেহেরপুরের গাংনী থানায় একটি মামলা হয়েছে। এদিকে মৃত বাচ্চাটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গর্ভপাতে অতিরিক্ত রক্তক্ষরণে সেই প্রেমিকা হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে প্রেমিকবর গাংনী উপজেলার চৌগাছা গ্রামের কাঠমিস্ত্রি কামাল হোসেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বামানগর গ্রামের ওই নারী জানান, তার বাড়ির পাশে কাজ করতে গেলে কাঠ মিস্ত্রি কামাল হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে নিয়মিত দেহভোগ করতো কামাল। এক সময় বিয়ের জন্য চাপ দিলে চতুর কামাল হোসেন ওই নারীকে একটি অফিসে নিয়ে কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে হয়েছে বলে দাবী করে। সেই থেকে একটি বাড়িতে ভাড়া থাকতে তারা। স্বামী স্ত্রীর মতো বসবাস ও দৈহিক মেলামেশায় গর্ভবতী হয়ে পড়েন ওই নারী। সম্প্রতি শারীরিক অসঙ্গতী দেখা দিলে ডাক্তার দেখানোর কথা বলে কামাল নিয়ে যায় মেহেরপুরের কাটাইখানার কাছে অবস্থিত মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করার পর একজন নার্স এসে ইঞ্জেকশন পুশ করেন। সেই থেকে শুরু হয় পেটের যন্ত্রণা। ঘন্টা খানেক পর গর্ভপাত ঘটে। প্রচুর রক্ত ক্ষরণে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় কামাল হোসেন। সেইসাথে ডায়গনস্টিক কর্তৃপক্ষ অবৈধ কর্মকাÐ ঢাকতে কৌশলে গর্ভপাত ঘটানো নারীকে মৃত বাচ্চাসহ তাড়িয়ে দেয়। কামাল হোসেন আগে থেকেই ক্লিনিক কর্তৃপক্ষের সাথে চুক্তি করেছিলেন বলে ধারণা করছেন ওই নারী। নিরুপায় হয়ে মৃত বাচ্চাসহ বৃহস্পতিবার মধ্যরাতে কামাল হোসেনের বাড়িতে হাজির হন ওই নারী। জেনে যায় পরিবার প্রতিবেশি এমনকি গ্রামবাসিরাও। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল সেখান থেকে বাচ্চাটি উদ্ধার করে। একই সাথে অসুস্থ নারীকে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগীরা। অকাল গর্ভপাতের বাচ্চা উদ্ধারকারী গাংনী থানার এসআই জহির রায়হান জানান, মরদেহ সুরতহাল করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শুক্রবার, জুন ২
সংবাদ শিরোনাম
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ
- লালমনিরহাটে ‘জিনের বাদশা’ পরিচয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মৎস্য ঘেরে দখল চেষ্টা
- কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২
- খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
- রূপগঞ্জে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদারের মৃত্যু
- আইএমএফের পরামর্শ মেনে বাজেট করেনি সরকার: অর্থমন্ত্রী
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিফট কিনতে ৬ জনের তুরস্কে যাওয়া স্থগিত