শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:
গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে গাইবান্ধার নশরৎপুরে এই নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসি নির্বাহী পরিচালক ড. হোসেন জিল্লুর রহমান।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম.আবদুস্্ সালাম এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) রবিউল ইসলাম, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আসাদুজ্জামান সুবহানী, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আবু সায়েম জান্নাতুন নুর রিশাত প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর ব্যবস্থাপনায় ২০ বিঘা জমির উপর নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিশ্বমানের এই স্কুলে ২০২৫ সাল থেকে প্লে থেকে ৮ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিরও উদ্বোধন করা হয়।