গাইবান্ধা প্রতিনিধি
ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু প্রদত্ত মন্দির সংস্কার ও দুস্থদের মধ্যে আর্থিক সহায়তার চেক গতকাল সোমবার বিতরণ করা হয়। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসী সূর্য, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. হামিদুর রহমান প্রমুখ। কার্যক্রমে ১৮টি মন্দির ও ২৬জন দুস্থ ব্যক্তির মধ্যে মোট ৪ লক্ষ ৯৫হাজার টাকা প্রদান করা হয়।