গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার সকালে শহরের দলীয় কার্যালয়ের সামনে গাজীপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রউফ নয়ন, অ্যাডভোকেট আমাজদ হোসেন বাবুল ও ওসমান গনি, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মোকসেদ আলম, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল হাদি শামীম, আসাদুজ্জামান তরুণ, অ্যাডভোকেট মনির হোসেন, মাজহারুল ইসলাম, মাসুদ রানা এরশাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।