গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকার লবন্দহ খালে গোসল করতে গিয়ে আজ সোমবার দুপুরে পানিতে ডুবে তিন কিশোরী মৃত্যু এবং একজন নিখোঁজ রয়েছে। নিহত কিশোরী রিচি আক্তার (১৫) পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে, সে স্থানীয় জমির উদ্দিন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণি ছাত্রী ছিলে। একই গ্রামের মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার (১৪) সে জমির উদ্দিন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী ছিলো। হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪), সে পাইনশাইল গ্রামের গাছপুকুরপাড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী ছিলো এবং একই স্কুলের শিক্ষার্থী নিখোঁজ পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিয়া আক্তার (১০)।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার লবন্দহ খালের বন্যার পানিতে প্রতিদিনই আশপাশের শিশু কিশোররা গোসল করতে নামে। সোমবার দুপুর দেড়টার দিকে রিচি, রিয়া, আইরিন ও মায়াসহ ৫-৬ জন কিশোরী গোসল করতে নেমে চারজন হঠাৎ খালের ¯্রােতে হারিয়ে যায়। এসময়ে খালের পাড়ে থাকা অন্য শিশু কিশোররা তাদের দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করে। এত দুই জন পারে উঠেতে পারলেও ওই চারজন পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করতে না পেরে গাজীপুরের দমকল বাহিনীকে খবর দেয়। পরে দুপুর দেড়টার দিকে দমকল বাহিনীর ডুবুরি দল প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় তিন জনের মৃতদেহ উদ্ধার করেন।
তবে পাইনশাইল গ্রামের মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার নিখোঁজ রয়েছে। ঘটনার খবর পেয়ে গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী, স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা এস এম মান্নান, জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষন করছেন। জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো: আব্দুর রাজ্জাক মিয়া জানান, বিকাল সড়ে চারটা পযন্ত তিন কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্য নিখোঁজ আরেক কিশোরীকে খোঁজার কাজ অব্যাহত রয়েছে।