মো: জহিরুল ইসলাম, গাজীপুর
গাজীপুর মহানগরীর ঢাকা-জয়দেবপুর সড়কের লক্ষীপুরা এলাকায় বকেয়া বেতন, ওভারটাইম, ছুটির টাকার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ওই এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে। এতে ঢাকা-জয়দেবপুর সড়কের ওই অংশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়ে ওই পথে চালাচলকারী যাত্রীরা। বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, স্টাইল ক্রাফট পোশাক কারখানার প্রায় ৫ হাজার শ্রমিকের ওভারটাইম, বাৎসরিক ছুটিসহ গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ বেশ কয়েকবার পরিশোধে আশ্বাস দিলেও করে নি। প্রতিদিনের ন্যায় আজও সকালে কারখানায় কাজে যোগদান করে শ্রমিকরা। কিন্তু কর্তৃপক্ষের বকেয়া পরিশোধের কোন প্রকার উদ্যোগের ব্যবস্থা না থাকায় শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। এছাড়া গত ঈদের ছুটির আগে এপ্রিল মাসের বেতন ভাতা ও ঈদবোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। তখন শ্রমিকদের আন্দোলনের মুখে ওই মাসের আংশিক পাওনাদি পরিশোধ করা হয়। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, সকাল ৮টার দিকে শ্রমিকরা তাদের বকেয়া, বাৎসরিক ছুটির টাকার দাবিতে কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে দেয়। এতে ওই পথে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ=কমিশনার জাকির হাসান জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মালিক পক্ষ ও শ্রমিকদের সাথে সমঝোতা বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। অবরোধে আটক পড়া গাড়িগুলো দুটি পথে ডাইভারশন করা হচ্ছে। এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে স্টাইল ক্রাফট পোশাক কারখানা কর্তৃপক্ষের কোনো সাড়া না পাওয়া যায় নি। এ প্রতিবেদন লেখার সময় বিকেল সোয়া ৫টা পর্যন্ত কারখানার সামনে ও সড়কে শ্রমিকরা অবস্থান করছিলো।