গাজীপুর প্রতিনিধি
“ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” এ স্লোগানকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলাধীন ৩০ নং বাঘিয়া মৌজার ডিজিটাল জরিপ বিষয়ক গণসংযোগ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাঘিয়া এলাকার ভূমি মালিকদের উদ্যোগে এবং গাজীপুর সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের তত্ত্বাবধায়নে এ গণসংযোগ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভূমি মালিকদের সাথে জরিপের সুবিধা নিয়ে পর্যাচলানায় জানানোয় হয় জরিপের পরে জমির সকল জটিলা কিংবা মালিকানা সংক্রান্ত দ্ব›দ্ব কমে যায়। বর্তমানে সরকারের মাঠ পর্যায়ে যে জরিপ চলছে বি.ডি.এস (বাংলাদেশ ডিজিটাল সার্ভে) এতে সকল ভ‚মি মালিকদের সহযোগীতা করারও আহবান জানানো হয়।
এছাড়া ভূমি মালিকদের সুবিধার্থে জরিপের স্তর ভিত্তিক আইন ও সেবামূল্য বিষয়াদি নিয়ে শতাধিক উপস্থিত ভ‚মি মালিকদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। এসময় ভূমি মালিকরা নির্ভেজাল ভাবে ডিজিটাল ভূমি জরিপের দাবি জানান। কোনাবাড়ী আমবাগ নজর দীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মত বিনিময় সভায় গাজীপুর সদর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার আলী আক্কাছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোনাল সেটেলমেন্ট
অফিসার উপ সচিব আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ ছড়া, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, গাজীপুর সিটি করপোরেশন ১০ নং কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলাল, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, সংরক্ষিত ৪ ওয়ার্ডের মহলিা কাউন্সিলর তাছলিমা নাসরিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।