গাজীপুর প্রতিনিধি: নয় দিনের কঠোর লকডাইন গাজীপুরে মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে। তবে প্রথম দিনের লকডাউন ছিল ঢিলেঢালা। সড়ক-মহাসড়কে বাস ছাড়া বিভিন্ন সবধরনের যানবাহন চলাচল করেছে। বন্ধ ছিল ট্রেন চলাচলও। সরকারী বেশীর ভাগ অফিস খোলা থাকলেও কাজকর্ম তেমন হয়নি। সকাল ৯টার দিকে নগরীর ব্যস্ততম চান্দনা-চৌরাস্তায় গিয়ে দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ, টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক-মহাসড়কে যাত্রীবাস ছাড়া প্রাইভেটকার, মাইক্রোবাস, ব্যাটারী চালিত অটোরিকশা, ইজিবাইক, সিএনজি বেবীট্যাক্সি করে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছে। ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ চলাচল ছিল স্বাভাবিক। তবে দুরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করেনি। বিশেষ করে অটোরিকশা, ইজিবাইক ও সিএনজি বেবীট্যাক্সি গুলোকে চলতে দেখা গেছে। লকডাউনে বিধি নিষেধ থাকলেও নগরীতে বহু মানুষকে চলতে দেখা যায়। জয়দেবপুর জংশনের ষ্টেশন মাষ্টার রেজাউল ইসলাম জানান, লকডাউনের কারণে মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের কোন ষ্টেশনে ট্রেন থামেনি। এছাড়াও বন্ধ রয়েছে গত রবিবার থেকে চালু হওয়া তুরাগ, কালিয়াকৈর ডেমু ও টাঙ্গাইল কমিউটার ট্রেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান জানান, সরকারী নির্দেশনা পালন করতে পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরসহ বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে লকডাউনে অনুমোদনহীন যানবাহন চলাচল করতে দিচ্ছে না। লকডাইন সফল বাস্তবায়নে কাজ করছে পুলিশ। লকডাউন বস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।