বিশেষ প্রতিনিধি, পার্বত্যাঞ্চল
খাগড়াছড়ি জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিউডিপি-৪) গুইমারা উপজেলার শিক্ষক সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ (২য় ব্যাচ) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা।
১৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে হাফছড়ি ইউনিয়ন পরিষদের হল রুমে খাগড়াছড়ি জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ মঞ্জুর আহমেদ এর সভাপতিত্বে উদ্ধোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা(ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা মোঃ বাবলু হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, কৃষী কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা।
বক্তাগন ঝড়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষার ম‚লধারায় নিয়ে আসতে শিক্ষক- সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগানোর আহবান জানান। এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার প্রোগ্রাম অফিসার পরিতোষ চাকমা, গুইমারা উপজেলা প্রোগ্রাম ম্যানাজার কিশলয় তালুকদার। সবশেষ শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও ব্যাগ তুলেদেন অতিথিবৃন্দ।