বিশেষ প্রতিনিধি, পার্বত্যাঞ্চল
পার্বত্য এলাকায় কিছু উশৃঙ্খল উপজাতী-অউপজাতীয় যুবকেরা নেশা গ্রস্থ হয়ে নানান অপকর্ম করছে। যেমন হত্যা নির্যাতন, গুম, খুন অপহরন সহ বিভন্ন জঘন্ন অপরাধ জনক কাজ। খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফকিরনালা নামক স্থানে পুত্র মংহলাপ্র মারমা(৩০) রাগ করে নিজ পিতা চাইলাপ্র মারমা (৬০)শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে। গতকাল বৃহস্পতিবার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নে ০৩নং ওয়ার্ডে ফকিরনালা নামক স্থানে বসবাসকারী বরবটি সবজি ক্ষেতে কাজ করার সময় পিতা ও পুত্রের মধ্যে বাকবিতন্ডায় হয়। এক পর্যায়ে পুত্র মংহলাপ্র মারমা(৩০) রাগ করে নিজ পিতা চাইলাপ্র মারমা (৬০) কে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে। তাৎক্ষনিক প্রতিবেশীরা হত্যাকারী ছেলেকে আটক করে। এ বিষয়ে গুইমারা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, উপজাতী ছেলের হাতে পিতার হত্যার খবর টি পাওয়া মাত্রই গুইমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও হত্যাকারী ছেলেকে আটক করে গুইমারা থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে হত্যাকারীর বিরুদ্ধে আইনি কার্যাক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।