সুমন ভট্টাচার্য : ময়মনসিংহের তারাকান্দায় বোনের বাড়িতে যাওয়ার পথে গৃহবধুকে (৩২) গনধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুন) দ্বিবাগত রাতে উপজেলার বিসকা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভিক্টিম গৃহবধুর ছোটভাই বলেন, ঘটনার রাতে সাড়ে ৯ টার দিকে আমার বোন স্বামীর বাড়ি থেকে ছোট বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিসকা ইউনিয়নের খালেক মিয়ার ছেলে আবু বক্কর (৩২) ও একই ইউনিয়নের জাহেদ মোল্লার ছেলে মোখলেছ ওই গৃহবধুর রাস্তা রোধ করে। পরে ওই গৃহবধু দৌড় দিয়ে পাশে বাড়িতে উঠলে সেখান থেকে ধরে এনে নির্জন স্থানে নিয়ে যায়। নির্জন স্থানে নিয়ে গৃহবধুর কাছে ১০ হাজার টাকা দাবি করে। তবে, ওই গৃহবধু বিকাশে ৪ হাজার টাকা এনে আবু বক্কর ও মোখলেছ মিয়ার হাতে তুলে দেয়। এদিকে মোখলেছ মিয়া ও আবু বক্কর ওই এলাকার আরও ২ জনের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা নিয়ে তাদের হাতে তুলে দেয়। সেখানে রাতভর ওই গৃহবধুকে ৪ জন মিলে ধর্ষণ করে। পরদিন শনিবার (১৯ জুন) ভোররাতে ভিক্টিম গৃহবধু বাড়িতে ফিরে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তারা তারাকান্দা থানায় বিষয়টি মৌখিকভাবে জানায়। বিষয়টি জানতে পেরে ওই দিনই তরাকান্দা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওই দিন দুপুরে ভিক্টিম গৃহবধুসহ থানায় গিয়ে রাত ৩ টা পর্যন্ত অভিযোগ লিখিয়ে বাড়িতে ফিরে আসে এবং রবিবার (২০ জুন) মামলা এফআইআর করবেন বলে বাড়িতে ফিরে আসে। রবিবার (২০ জুন) ভিক্টিম ও তার ভাই থানায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কাশিগঞ্জ বাজারে আসলে তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া ৩ লক্ষ টাকায় মিমাংসা করবেন বলে দিনভর শালিশ দরবার করেন। তবে, মিমাংসা করার বিষয়টি অস্বীকার করে তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া বলেন, মিমাংসার বিষয়টি আমার জানা নেই। আমি এ বিষয়টি মিমাংসা করার চেষ্টা করিনি। আমি নিজেই ভিক্টিম ও তার ভাইকে নিয়ে থানায় গিয়েছিলাম। গতরাতে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। গনধর্ষনের ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি (তদন্ত) ঝুটন কুমার বর্মণ বলেন, অভিযোগ দেয়ার গতরাতে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
শুক্রবার, জুন ২
সংবাদ শিরোনাম
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ
- লালমনিরহাটে ‘জিনের বাদশা’ পরিচয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মৎস্য ঘেরে দখল চেষ্টা
- কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২
- খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
- রূপগঞ্জে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদারের মৃত্যু
- আইএমএফের পরামর্শ মেনে বাজেট করেনি সরকার: অর্থমন্ত্রী
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিফট কিনতে ৬ জনের তুরস্কে যাওয়া স্থগিত