অনলাইন ডেস্ক: বরগুনার ৭১ ভাগ মানুষ রান্না-বান্না ও গৃহস্থলির কাজে ব্যবহার করছে সরাসরি খালের পানি। এতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। গত মার্চ মাস থেকে শুরু করে বরগুনায় প্রতিদিন শত শত মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। সম্প্রতি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, বরগুনায় খালের পানিতে মাত্রাতিরিক্ত কলেরার জীবাণু রয়েছে। আর ডায়রিয়ায় আক্রান্তদের অধিকাংশই খালের পানি ব্যবহার করেছেন বলে জানা যায়।
সদর উপজেলার গোরিচন্না ইউনিয়নের লাকুরতলা খালের দুইপাড়ে দেখা যায় অনেক মানুষ গোসল করছেন। অনেকে হাড়ি পাতিল ধোয়া থেকে শুরু করে এমনকি গরু বাছুরকে গোসল করাচ্ছেন খালের পানিতে। আবার রান্না-বান্নার কাজে অনেকে খাল থেকে পানি সংগ্রহ করছেন। ওই এলাকার বাসিন্দা আনছার উদ্দিন বলেন, পুকুরে পানি নেই, তাই বাধ্য হয়ে খালে গোসল করছি। একই এলাকার পিয়ারা বেগম বলেন, টিউবওয়েলের পানিতে ভাত লাল হয়ে যায়, তাই ভাত রান্না করতে খালের পানি ব্যবহার করছি।সরেজমিনে উপজেলার অধিকাংশ খালপাড়ে একই চিত্র পরলক্ষিত হয়।
এ ব্যাপারে বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, জীবানুমুক্ত পানি ব্যবহার ও পানের কোন বিকল্প নেই। আইইডিসিআরের পরামর্শ অনুযায়ী প্রতিনিয়ত শুধু নলকূপের পানি ব্যবহারের নির্দেশনা দেয়া হচ্ছে।