শাহীন মুন্সী, গোপালগঞ্জ
গোপালগঞ্জে ৪ দিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন হয়েছে। আজ ১৮ জুন শনিবার বিকাল ৪ টায় গোপালগঞ্জ পৌর পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এসময় মেলার উদ্বোধন ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমদাদুল হক চৌধুরী, প্রশাসক, জেলা পরিষদ গোপালগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ, মাহবুব আলী খাঁন, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ, ও শেখ লুৎফর রহমান বাচ্চু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ গোপালগঞ্জ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এ মেলা বাস্তবায়ন করছে।
মেলায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রাশেদুর রহমান।
৪ দিন ব্যাপি এ বই মেলায় গোপালগঞ্জ জেলার সরকারি গণগ্ৰন্থগার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান প্রাপ্ত বেসরকারি লাইব্রেরী সোনার বাংলা গন-পাঠাগার সহ বিভিন্ন পাঠাগার ষ্টল নিয়ে অংশগ্রহণ করেন। মেলায় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিল।