গোপালগঞ্জ প্রতিনিধি
দারে দারে ঘুরেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেনা গোপালগঞ্জ সদর উপজেলার ৫নং গোপিনাথপুর ইউনিয়ন আশ্রয়ন প্রকল্পের ১১টি পরিবার। ঘর হস্তান্তরের পর দীর্ঘ ৫ মাস পেরিয়ে গেলেও ওই সকল পরিবারের শিশু, বৃদ্ধ ও স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীসহ অন্যান্য সদস্যরা বিদ্যুৎ বিহীন ভাবে বসবাস করছে। এবিষয়ে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে আশ্রয় প্রকল্পের বাসিন্দা সেলিম শিকদার গত ২১ নভেম্বর ২০২২ তারিখে গোপালগঞ্জের জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন। সরজমিনে মেরিগোপিনাথপুর আশ্রয় প্রকল্পে গিয়ে দেখা যায়, প্রকল্পের ৩য় পর্যায়ের ঘর পাওয়া আয়েসা বেগম, সাহানা খানম,মোনোয়ারা, রাশিদা বেগম, মারুফ খান,পাগলী বেগম,মিন্টু শেখ, একলাছ শেখ ও কবির মিয়ার পরিবারের শিশু, বৃদ্ধ ও স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীসহ অন্যান্য সদস্যদের নিয়ে বিদ্যুৎ বিহীন ভাবে বসবাস করছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমরা ঘরপেলেও ঘরের মান খুববেশি ভালো না, ঘর তৈরিতে নি¤œমানের ইট, বালু ও সিমেন্ট কম ব্যবহার করেছে কর্তৃপক্ষ। অনেক ঘরের মেঝে ফেটে গেছে, পলেস্তরা উঠে যাচ্ছে। দীর্ঘ ৫ মাস পেরিয়ে গেলেও বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য সুযোগ সুবিধা হতে এখনো বঞ্চিত রয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। গোপালগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ হাদিউজ্জামান বলেন,এটি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প, গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার অথবা সহকারী কমিশনার ভ‚মি আশ্রয়ন প্রকল্পের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার তালিকা পাঠিয়ে অনুমতি দিলে আমরা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো। কর্তৃপক্ষ আমার দপ্তরকে এখন পর্যন্ত কিছুই জানায়নি। এবিষয়ে আমাদের কোন গাফিলতি নেই। এবিষয়ে জানতে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ও আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মহসিন উদ্দীনকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।