গোপালগঞ্জ প্রতিনিধি
প্রতি বছরের ন্যায়, গোপালগঞ্জে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান, গ্ৰামীণ ব্যাংকের উদ্যোগে সদস্যদের মাঝে বৃক্ষরোপন, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করেছে। গত ২২ জুন (বুধবার) সকাল ১১ টায় মাদারিপুর যোনের লতিফপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির মাধ্যমে লতিফপুর শাখায় সদস্যদের মাঝে ১১ হাজার ৩ শ টি বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও এ এরিয়ার ৯ টি শাখায় ১ লক্ষ ৩১ হাজার ও মাদারীপুর যোন ব্যাপী ৮ লক্ষ ৮১ হাজার বনজ ও ফলজ গাছের চারা বিতরনের মাধ্যমে রোপণ করা হয়। পাশাপাশি এ শাখায় বিভিন্ন ক্যাটাগরিতে দরিদ্র ও মেধাবী মোট ১০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার, মোসাঃ মাকসুদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার, মোঃ আব্বাস আলী। এছাড়াও লতিফপুর শাখার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিল। বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, লতিফপুর শাখার ব্যবস্থাপক, শফিকুল ইসলাম।