গোপালগঞ্জ প্রতিনিধি
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্ব গোপালগঞ্জ সদরের বড়বাজার ও চৌরঙ্গী মোড়ে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় ২ টি ইলেকট্রনিক্স দোকান ও প্রসাধনী প্রতিষ্ঠান কে পণ্যের মোড়কে ও আইপিসের ব্যাটারি বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের শোরুম এ পণ্যের মূল্য যাচাই বাছাই করা হয়। এছাড়া তেলের নতুন নির্ধারিত দামে বিক্রি চলছে কিনা তা তদারকি করা হয়। সয়াবিন তেল খুচরা ও পাইকারি বাজারে বর্তমান মূল্যে ক্রয় বিক্রয় চলছে তবে নতুন দামের বোতল জাত সয়াবিন তেল বাজারে সরবরাহ আসেনি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে সহযোগিতা করে গোপালগঞ্জ সদর থানার পুলিশের একটি টিম ও ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোজাহারুল হক বাবলু। জনস্বার্থে এ তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।