গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নে যুবক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় কাঠি বাজার এলাকায় হাজার হাজার মানুষ সমবেত হয়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এসম গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। প্রায় ২ ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক যানচলাচলের উন্মুক্ত করে দেয়। উল্লেখ্য, গত ২৪ জুলাই (রবিবার) সন্ধায় পূর্ব শত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতী গ্ৰামের রাস্তার পাশের পানিতে ফেলে রানা মোল্লা (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। রানা মোল্লা কাঠি মধ্যপাড়া গ্ৰামের বাদল মোল্লার ছেলে। ঘটনার দিন রানা মোল্লার সাথে থাকা দুই বন্ধু রুবেল শেখ ও রতন মোল্লা সাংবাদিকদের জানান, রানা মোল্লা সহ তারা মটরসাইকেলে করে সিলনা বাজার থেকে মিষ্টি খেয়ে বাড়ীতে ফিরছিল। তেলিগাতী এলাকায় এলে কয়েক জন অস্ত্রধারী ব্যক্তি আমাদের ঘিরে ফেলে এবং রানা মোল্লাকে মটরসাইকেল থেকে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। পরে দুই বন্ধু ও এলাকার লোকজন রানা মোল্লাকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।