গোয়ালন্দ, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ও গোয়ালন্দ বীর মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরের রাজবাড়ী ১আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। মঙ্গলবার ২৪শে জানুয়ারি বিকেল ৫টায় গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আলহাজ্ব কাজী কেরামত আলীর ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ি ১আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি,রাজবাড়ী জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ,
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গুলজার হোসেন মৃধা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রাব্বানী, রাজবাড়ী জেলা মোটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, গোয়ালন্দ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা প্রমুখ। এসময় উপজেলার উজান চর ইউনিয়নে ৫শ ও পৌর সভার ৭৫০(সাতশো পঞ্চাশ)জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।