গোলাপগঞ্জ, সিলেট প্রতিনিধি:
গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়ায় পাহাড় ধসে আপু রুদ্রপাল (২৮) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাত ৩ টার দিকে পাহাড় ধসে ঘরের উপরে পড়লে ঘুমন্ত অবস্থায় মাটি চাপায় অপুনরুদ্র পাল নিহত হন। সে ঐ গ্রামের ডাক্তার নুকুল রুদ্র পালের ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলাল ঘটার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, ভারী বৃষ্টিপাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল এলাকায় পাহাড় ধসে ১৭ টি বাড়ির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য রাজু আহমদ। এতে গ্রামের রাস্তার উপরে গাছপালাসহ মাটি ধসে পড়ায় মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। অপরদিকে অমুড়া ইউনিয়নের ধারাবহর নালিবাড়ি গ্রামের আফসর আহমদের ঘর পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়েছে। গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবীর লক্ষনাবন্দ ইউনিয়নের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান কনেছেন।