গোলাপগঞ্জ, সিলেট প্রতিনিধি
গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালতে পরিচালনা করে ৬টি প্রতিষ্ঠানকে ২৬হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ২টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির। বাজার মনিটরিংকালে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য একটি মাংশের দোকানে ৫ হাজার, লাকী রেস্টোরেন্টে ৫ হাজার, বুশরা হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্যের বিক্রির দায়ে বিমল স্টোর ৫ হাজার, মানিক স্টোর ২৫০০ হাজার, হাসান স্টোর ২ হাজার, পপুলার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে হুশিয়ারী করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী মো. রুহুল আমিন জাকারিয়া। অভিযানকালে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আসাদুজ্জামানসহ একদল পুলিশ ফোর্স সঙ্গে ছিলেন।
খবর পেয়ে অভিযানে এসে উপস্থিত হন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক। অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বলেন, বাজারের উর্ধ্বগতি, অবৈধ মূল্যে বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিতরণ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য এ অভিযান পরিচালনা করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেন তিনি জানান।