শরিয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার কোদালপুর ইউনিয়নের বকাউল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কোদালপুর ইউনিয়নের ওহাব দেওয়ানপাড়া এলাকার আলমগীর দপ্তরী ও নুরে আলম মোল্ল। নুরে আলম ট্রাক্টর চালক ও আলমগীর কৃষি কাজে নিয়োজিত ছিলেন। স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে তারা দেওয়ানপাড়ার একটি পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিতে যান। এ সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারে স্পর্শ লেগে তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নুরে আলমের ছেলে নীরব মোল্লা জানান, বাবা ও আলমগীর কাকা রাতে মাছ ধরতে গিয়েছিলেন। সকালে বাড়ি না ফেরায় গিয়ে দেখি তারা দুজন পুকুরপাড়ে বিদ্যুতের তারে ঝুলে আছেন।
নিহত আলমগীর দপ্তরীর স্ত্রী সালমা বেগম বলেন, আমার স্বামী বাড়িতে না ফেরায় খুঁজতে গিয়ে জানতে পারি নুরে আলমও বাড়িতে ফেরেনি। পরে নুরে আলমের ছেলে নীরব গিয়ে দেখে তারা দুজন বিদ্যুতের তারে ঝুলে আছে।
নিহত নুরে আলমের ছেলে নীরব মোল্লা জানান, বাবা ও আলমগীর কাকা রাতে মাছ ধরতে গিয়েছিলেন। সকালে বাড়ি না ফেরায় গিয়ে দেখি তারা দুজন পুকুরপাড়ে বিদ্যুতের তারে ঝুলে আছেন। গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আরেফীন বলেন, প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিবার কোনও অভিযোগ দেয়নি। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।