গোয়ালন্দ, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ড এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মজিবুর রহমান (৫২)। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তেঘুড়ী গ্রামের মৃতঃ মোজামম্মেল হক এর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
তিনি গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামে দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলামের বাড়িতে বাসা ভাড়া থাকতেন। উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ও পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সহকারী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মজিবুর রহমান অফিসের কাজের জন্য মোটরসাইকেলে করে উপজেলা থেকে মহাসড়ক দিয়ে গোয়ালন্দ বাজারের দিকে যাচ্ছিলেন।
মোটরসাইকেলটি গোয়ালন্দ বাসষ্টন্ড পৌঁছালে পেছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-২৫১৬) মোটরসাইকেলটিকে পেছনে ধাক্কা দিলে তিনি নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।