গোয়ালন্দ, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী গোয়ালন্দঘাট থানার অফিসার ফোর্সসহ থানা এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ১। জিআর নং- ১০৮/১৬ এর সাজাপ্রাপ্ত আসামী হেলেনা আক্তার, পিতা-মোঃ সাহেব আলী, সাং-উত্তর দৌলতদিয়া পতিতালয়, ২। জিআর নং-১৪১/১১ এর পরোয়ানা ভুক্ত আসামী আরমান আলী, পিতা-মৃত দারোগ আলী, সাং-কুমড়াকান্দি, ৩। জিআর নং-১৬১/১২ এর পরোয়ানা ভুক্ত আসামী হেলেনা বেগম, স্বামী-মোঃ বাশার ফকির, সাং-উত্তর দৌলতদিয়া পোড়াভিটা, ৪। জিআর নং-৯১/১১ এর পরোয়ানা ভুক্ত আসামী খলিল মন্ডল, পিতা-ওয়াজ উদ্দিন মন্ডল, সাং-উত্তর দৌলতদিয়া পতিতালয়, ৫। জিআর নং-১২১/১৫ এর পরোয়ানা ভুক্ত আসামী ফরিদ শেখ, পিতা-লাল মিয়া, সাং-দেওয়ানপাড়া, সর্ব থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী এদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।