মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিুা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কবিুা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ,শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্ববিশ্বাস বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিুরন অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে তালের বীজ বিুরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত)ওয়াদিয়া শাবাব এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব , সমাজসেবা অফিসার আব্দুল মান্নান, প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ বিপুল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এমরান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারভীন,ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান সিকদার , ঘিওর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মহব্বত খান, ঘিওর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ,সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দিপুসহ স্কাউটি এর সদস্যরা উপস্থিত ছিলেন । এছাড়াও সন্ধ্যায় ঘিওর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয় ।