মানিকগঞ্জ প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্মবার্ষিকী পালন করেছেন ঘিওর উপজেলা আওয়ামী যুবলীগ। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলা আওয়ামী দলীয় কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিসিবির পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের পক্ষ থেকে দোয়া মাহফিল ও কেক কেটে জন্মদিন পালন করে ঘিওর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা । এর আগে সকালে ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ এর মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয় । এসময় ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারীর সভাপতিত্বে শরিফুল ইসলাম শরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন , উপজেলা যুবলীগের সহ-সভাপতি আসাদুর রহমান মিঠু, তালাৎ পাশা সবুজ, রিপন খান, শেখ ফরিদ, যুগ্মসাধারণ সম্পাদক ইফতি আরিফ এসময় আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক উজ্জল বেপারী, আহসান হাবিব শিমুল,ত্রাণ বিষয়ক সম্পাদক বিপ্লব হোড় বিপুল, তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর, সমাজকল্যাণ সম্পাদক জাকারিয়া জনি, বালিয়াখোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজ শিকদার, সাধারণ সম্পাদক উজ্জল হোসেনসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।