শরিফুল ইসলাম, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা- বালিয়াখোড়া আঞ্চলিক সড়কের পুটিয়াজানি এলাকায় সড়কের পার্শ্বে পড়ে থাকা অজ্ঞাত সদ্য নবজাতক ফুটফুটে এক কন্যা শিশুকে উদ্ধার করেছে ঘিওর উপজেলা প্রশাসন । গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পুটিয়জানি এলাকা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয় । জানা গেছে , সোমবার রাত্রি ১১ টার দিকে ঘিওর উপজেলার পুটিয়জানি এলাকায় রাস্তার পার্শ্বে সদ্য নবজাতক শিশুটিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী।পরে স্থানীয় বাসনা নামের এক নারী শিশুটিকে সযতেœ তার বাডড়তে নিয়ে যান । বাসোনা নামের ওই নারী জানায়, আমার স্বামী কাজ শেষে বাড়ি ফেরার পথে শিশুটিকে রাস্তার পার্শ্বে মাটি পড়ে থাকতে দেখে । পরে আরও লোকজন খবর পায়ে সবাই দেখতে আসে । সে সময় শিশুটিকে সযতেœ সুস্থ অবস্থায় আমি বাডড় নিয়ে যাই । পরদিন সকালে উপজেলা প্রশাসনকে খবর দিয়ে তাদের কাছে শিশুটিকে তুলে দেয়া হয়। এ বিষয়ে উপজেলা সহকারী ভূমি ওয়াদিয়া শাবাব বলেছেন, ঘিওরের পুটিয়াজানি এলাকায় অজ্ঞাত নবজাতক এক কন্যা শিশু পাওয়া গেছে বলে স্থানীয়দের কাছ থেকে সকালে সংবাদ পাই। সংবাদ পেয়ে তৎক্ষণাৎ আমি এবং থানার পুলিশ নিয়ে সদ্য নবজাতক শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করি । ধারণা করা হচ্ছে, শিশুটি জন্মের পরপরই রাস্তায় কেউ ফেলে দিয়ে গেছে। নবজাতক এ শিশুটি এখনও পর্যন্ত সুস্থ রয়েছে। শিশুটির প্রাথমিক স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে। দু-একদিনের মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাসিব আহসান,ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমদ বিপ্লব, সমাজ সেবা অফিসার আব্দুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মেলা,ওসি তদন্ত মহব্বত খাঁনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।