শরিফুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়ায় গৃহবধূ লাভলী আক্তার (৩৫)সহ দুই মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে । রক্তাত্ব লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, এ ঘটনায় নিহতের স্বামী দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেল (৪০)’কে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে জানা যায়।
তবে কেন এই হত্যা কান্ড ঘটালেন তা স্পষ্ট জানা যায়নি। ঋণগ্রস্ত পারিবারিক কলহের জরে ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা । রবিবার (৮ মে) দিবাগত রাতে বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া এলাকার দন্ত চিকিৎসক আসাদুজ্জামান রুবেল এর বাড়ী চাঞ্চল্যকর এ হত্যার ঘটনা ঘটেছে । এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে । নিঃসংশ এমন ঘটনা যেন এলাকায় আর না ঘটে জন্য পুলিশের কাছে ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। ঘিওর থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, নিহত মা ও দুই মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লাশ মর্গে পাঠানো হয়েছে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে নিহতের স্বামী। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ হত্যার সাথে আরও কেউ জড়িত আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান তিনি। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী জানান, সকাল ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘরের তালা ভেঙে নিহত মা সহ দুই মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে । সন্দেহভাজন নিহতের স্বামী আসাদুজ্জামান রুবেল’কে আটক করে ঘিওর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন তিনি । এ বিষয়ে ঘিওর থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।