বামনা, বরগুনা প্রতিনিধি
বরগুনা বামনায় ৫০ হাজার টাকা ঘুষ না দেয়ায় সাবেক ইউপি সদস্যের ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বুকাবুনিয়ার ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের ত্রিমুখী বাজারের সাবেক ইউপি সদস্যের দোকান ঘর নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে।এতে তার অন্তত ৩-৪ লক্ষ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে। লক্ষীপুরা গ্রামের সাবেক ইউপি সদস্য শাহজাহান ওমরের । বুধবার (৩০-০৩-২২) দুপুরে তার অনুপস্থিতিতে ) বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি কর্মকতা ( তশিলদার ) দেলোয়ার হোসাইন ও ৮-১০ জন সাঙ্গু পাঙ্গু নিয়ে ঘন্টাব্যাপী এই ভাংচুর কার্যক্রম চালায়। জানা যায়, বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের ত্রিমুখী বাজারে এস আর ১৯৬ খতিয়ানে মোট ৭০ শতাংশ জমি রয়েছে যাহার দাগ নং ২০৩১/১ । ওই জমির মধ্যে দীর্ঘকাল যাবৎ প্রশাসনের নাকের ডোগায় মুল বাজারের জমি প্রভাবশালীরা দখল করে নেয়। প্রায় ৭-৮ জনের মত ব্যক্তি মুল বাজারের জমি দখল করে নিলেও প্রশাসন বুধবার শুধুমাত্র শাহজাহান ওমরের দুটি দোকান ভেঙ্গে উচ্ছেদ করে দেয়। ভুক্তভোগী শাহজাহান ওমর “দৈনিক আমাদের কণ্ঠকে জানান, তাকে কোন নোটিশ দেয়া হয়নি। তিনি জানেনও না এবং উপস্থিতও ছিলেন না অথচ তার দুটি দোকান ঘর ভেঙ্গে দিয়েছে। তিনি আরও বলেন, আমার বাবার রেকাডিও জমি থাকা সত্ত্বেও অন্যায়ভাবে আমাকে উচ্ছেদ করা হয়েছে। শাহজাহান ওমর জানান পুরা বাজারই প্রভাবশালীরা দখল করে নিয়েছে। দখলকারীদের মধ্যে শামছুল হক আকন, রতন শিকদার , মফিদুল ইসলাম ( ফরিদ সুপার ) রশিদ পল্লান, মান্নান,খলিল ,ইয়াসিন সহ আরো অনেকে। ভাড়া দিয়ে সরকারী জায়গার পজিসন বিক্রি করে যায়। অথচ তাদের কিছু না বলে প্রশাসন আমার মত অসহায় লোককে উচ্ছেদ করেছে। তিনি আরও বলেন ভুমি অফিসের তশিলদার দেলোয়ার হোসাইন আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছিল আমি দিতে রাজি না হওয়ায় আমার দোকান ঘর ভেঙে দিয়েছে। উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে ইউনিয়ন তশিলদার দেলোয়ার হোসাইনের এর কাছে জানতে চাইলে তিনি উচ্ছেদ এর বিষয় স্বীকার করেন। তিনি জানান ইউএনও নির্দেশেই তিনি এ কাজ করেছেন।এদিকে বাজার দখলকারী প্রভাবশালীদের বহাল রেখেই অসহায় শাহাজাহান ওমরের দোকান ভেঙ্গে উচ্ছেদ করায় লক্ষীপুরা এলাকাবাসি ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে। তারা অভিযোগ করেন এটা প্রশাসনের বৈষম্য মূলক আচারন। তারা প্রশাসনের নিকট জমি উদ্ধার ও দোকানের ক্ষতিপূরনের দাবী জানান।