ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়া খেলার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। সেই আসর থেকে প্রায় ৪ লক্ষ নগদ টাকাসহ সাড়ে আট লক্ষ টাকার বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গত রবিবার বিকেলে ঘোড়াঘাট উপজেলার প্রত্যন্ত এলাকার নারায়রপুর গ্রামের একটি বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ্ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু (৫২),ঘোড়াঘাট উপজেলার রামপাড়ার শামিম মিয়া (৪৫), নুরপুর গ্রামের রানু সরকার (৪৫) কশীগাড়ীর শ্রী বকুল সরকার (৪৫) গাইবান্ধা সদর মধ্যপাড়ার শহিদুল ইসলাম(৪২)।
এ ব্যপারে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবীর বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে নগদ প্রায় ৪ লক্ষ টাকা ও জুয়া খেরার বিভিন্ন সরঞ্জামসহ সাড়ে ৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়। সমবার তাদেরকে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়।