মোহাঃআলী আশরাফ খোকন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। গত ১১/০৬/২০২২দিবাগত রাতে অভিযান পরিচালনা করে এসব আসামিদের আটক করা হয়।
আটককৃত আসামিদের মধ্যে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত। গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে ১ জন মহিলা সহ ১৩ জন।গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজমের তত্বাবধানে গোমস্তাপুর
থানার ওসির নেতৃত্বে পুলিশের ৩টি চৌকস টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব আসামিদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।