চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
‘মুজিব বর্ষের প্রতিশ্রæতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় চত্বরে দুর্যোগ প্রশমন দিবসে জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির জন্যে অগ্নি নিরাপত্তা মহড়ায় প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দক্ষ চৌকস দল অগ্নি নিরাপত্তা দুর্যোগ মোকাবেলা মহড়া প্রদর্শন করেন। অগ্নিকাÐের ঘটনা ঘটলে কিভাবে নেভাবে জনসাধারণ ও শিক্ষার্থীরা কিভাবে মোকাবেলা করবেন বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন ও নজেল ডিসপ্লে দেখানো হয়। পরে দিবসটি উপলক্ষে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁর সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। এসময় তিনি বলেন, অসচেতনতার কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভৌগলিকভাবে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ, তারপরও সে ধরনের ঘটনা ঘটেনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নানাবিধ কার্যক্রম ও কর্মসূচিতে অনুপ্রাণিত বাংলাদেশের মানুষ যে কোন দুর্যোগে নিজেদের জীবন ও সম্পদ সুরক্ষায় সচেষ্ট এবং প্রস্তুত থাকার মনোবল অর্জন করেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা বেগম। এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন মৃধা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের সহকারি পরিচালক ছাবের আলী প্রমুখ।