চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯৪৯ সালের ২৩ জুন এ দিনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতাসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখে আওয়ামী লীগ। ইতিহাস ও ঐতিহ্যের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। করোনা পরিস্থিতির কারণে স্বল্পপরিসরে সামাজিক দূরত্ব রাখার মধ্যদিয়ে পালন করে। এ উপলক্ষে গতকাল বুধবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কেক কাটা হয় এবং দলীয় কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়। এরপর বেলা ১১ টায় জেলা আ’লীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। পরে প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দলের বর্ষিয়ান নেতা সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহসহ দলের অন্যান্য নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা ও করোনা থেকে মুক্তি পেতে এবং সেইসাথে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানি, সদর উপজেলা আ.লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মেসবাহুল শাকের, ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাহিদ শিকদারসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- পঞ্চমবারের মতো আইপিএল জিতলো চেন্নাই সুপার কিংস
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬
- তাপপ্রবাহ আরও বাড়তে পারে
- বিএনপি নেতা আমান-টুকুর সাজা বহাল
- সৌদি পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী
- মাগুরায় জুয়া খেলায় আটক ৭
- আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন করল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ