চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে বসতভিটার দ্বন্দের জেরে প্রায় শতাধিক বাঁশ ও গোয়াল ঘর ভাঙ্গচুরের ঘটনা ঘটে। গত রোববার (২৬ শে সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর মডেল থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে প্রকাশ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের দশরশিয়া গ্রামে মৃত শীশ মোহাম্মদের ছেলে সামিরুল ইসলামের সাথে তার সহোদর মোঃ তোফাজ্জলের দ্বন্দ চলে আসছিল। এরই জের ধরে গত রোববার বিকেলে তোফাজ্জল তার ছেলে সুমনের নেতুত্বে ৮/১০ জনের দল সামিরুলের গোয়াল ঘর ভাঙ্গচুর করে এবং বাড়ীতে থাকা নারী ও শিশুদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে একপর্যায়ে বাড়ীর পিছনে থাকা শতাধিক বাঁশ কেটে নিয়ে যায়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা না হওয়ায় নবাবগঞ্জ সদর থানায় দশরশিয়া গ্রামে মৃত শীশ মোহাম্মদের ছেলে সামিরুল ইসলাম মামলা দায়ের করেন। সামিরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম জানান, তিন ভাই বাইরে থাকার সুযোগে আমার চাচা বরাবরই অন্যায় অত্যাচার চালিয়ে আসছিল। কয়েক বছর আগে তারা আমার বাবাকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। অন্যদিকে তোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন জানান, তদন্ত সাপেক্ষে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।