চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিদনগর এলাকায় ট্রাকের চাপায় মোঃ রাসেল (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার রশিদনগর নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামের গোলাম রাব্বানির ছেলে । শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাসেল সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় রশিদনগর এলাকায় আরেকটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে নিয়ন্ত্রন হারিয়ে তিনি সড়কে পড়ে যান। এসময় একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ দূর্ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।