চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম পর্যায়ে কার্যক্রম সহজতর করতে মোবাইল ফোনের এ্যাপস ও অনলাইন সফটওয়ার এর মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ প্রতিরোধ, পরিবেশ দূষণরোধসহ বিভিন্ন কার্যক্রম মনিটরিং নিশ্চিতকরণে ডিস্ট্রিক্ট এ্যাডমিনিস্ট্রেশন সফটওয়্যার চালু ও গ্রাম পুলিশের প্রতিদিনের রিপোর্টিং নামে বই প্রকাশনা হয়েছে। উদ্যোক্তা স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক এ কে এম তাজকির উজ-জামান জানান, জেলায় ৪৫টি ইউনিয়ন পরিষদে ৪৫০ জন গ্রাম পুলিশ কর্তব্যরত রয়েছেন। তাদের প্রত্যেককে রিপোর্টিং বুক প্রদান করার পাশাপাশি স্ব-স্ব ছবি, নাম ঠিকানা ও মোবাইল নম্বর লিপিবদ্ধ করে বইটি ব্যবহার করতে হবে। এছাড়া বইটিতে তথ্য লিপিবদ্ধকরণের ব্যবস্থা রয়েছে। কর্তব্যরত গ্রাম পুলিশরা জন্ম-মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ বন্ধ, পরিবেশ দুষণমুক্ত সংক্রান্ত তথ্য জেলার উর্ধ্বতন কমর্কতাসহ সংশ্লিস্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে অবহিত করবে। এছাড়া গ্রাম পুলিশগণ বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদ , নারী নির্যাতন, পরিবেশ দুষণ সংক্রান্ত প্রাপ্ত তথ্য রিপোর্টিং বুকে লিপিবদ্ধ করে ইউপি সচিবগণকে জমা প্রদান করতে হবে। গ্রাম পুলিশ হতে প্রাপ্ত তথ্য সমূহ উর্ধতন কর্তৃপক্ষের কাছে দ্রæত প্রেরণ করার জন্য ইতোমধ্যেই অনলাইন সফটওয়্যার ব্যবহার কার্যক্রম শুরু হয়েছে। অনলাইন সফটওয়্যারটির নাম District Administration Chapainawabganj, এটি মোবাইল ফোনের এ্যাপসের মাধ্যমেও ব্যবহারযোগ্য। উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেলা ও উপজেলা সহকারী প্রোগ্রামার, ইউপি সচিব, ইউনিয়ন পরিষদ হিসাব সহকারীদের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে সফটওয়ারটিতে তথ্য কলাম নির্ধারণ করা হয়েছে। ইউপি সচিবরা এ সকল তথ্য সফটওয়্যারে নিয়মিত আপলোড এবং জেলা ও উপজেলা হতে উর্ধ্বতন কর্তৃপক্ষ তথ্য সংগ্রহ ও প্রতিনিয়ত মনিটরিং করবেন। এই সফটওয়্যারটি অনলাইনভিত্তিক হওয়ায় তথ্য আপলোড হওয়া মাত্র যেকোন প্রান্ত হতে মনিটরিং ও দ্রæত কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে ও সময়ের দীর্ঘসূত্রীতা হ্রাস পাবে।
শুক্রবার, জুন ২
সংবাদ শিরোনাম
- চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ
- লালমনিরহাটে ‘জিনের বাদশা’ পরিচয়ে ৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
- পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মৎস্য ঘেরে দখল চেষ্টা
- কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ২
- খাগড়াছড়িতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
- রূপগঞ্জে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদারের মৃত্যু
- আইএমএফের পরামর্শ মেনে বাজেট করেনি সরকার: অর্থমন্ত্রী
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিফট কিনতে ৬ জনের তুরস্কে যাওয়া স্থগিত