চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধীদের চলাফেরার করার সুবিধার্থে জেলা পরিষদের অর্থায়নে ১২জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে এসব হুইল চেয়ার বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের অসহায়, প্রতিবন্ধীসহ মেহনতি মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধীরা সমাজ কিংবা পরিবারের বোঝা নয়, তারাও সমাজের একটি অংশ।
তাদেরকে অবজ্ঞা করা চলবে না। তাদের জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি রয়েছে। এ হুইল চেয়ার দিয়ে তাদের চলাফেরা করা সুবিধা হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল হক, জেলা পরিষদের নির্বাহী প্রধান মোঃ এনামুল হক, জেলা পরিষদ সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মেসবাহুল শাকের জ্যোতি, সদর উপজেলা আ.লীগের সহ-সম্পাদক মেসবাহুল জাকের প্রমূখ।
এদিকে, পাঠানাপাড়ার শহীদ মনিমুল সড়কের আওয়ামী লীগ কার্যালয়ে দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের ৪ লক্ষ ৯০ হাজার টাকার চেক চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আর্থিক অনুদান চেক বিতরণ করেন ফেরদৌসী ইসলাম জেসী এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দুররুল হোদা, বন ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল হাই, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী বাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, জেলা আ.লীগের সদস্য শাহজালাল শাহিন প্রমূখ।