চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমি ও গৃহহীন পরিবারের স্বপ্নপূরণ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ৭০ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদানের পর গৃহগুলো হস্তান্তরের উদ্বোধন করেন। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় দ্বিতীয় দফায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩’শ ৮ টি, শিবগঞ্জ উপজেলায় ১’শ টি, গোমস্তাপুর উপজেলায় ৩’শ টি, নাচোল উপজেলায় ৩’শ টি, ভোলাহাট উপজেলায় ৪’শ ১১টি গৃহ বরাদ্দ দেয়া হয়। সর্বমোট ১ হাজার ৪১৯ টি গৃহ বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে থেকে ১ হাজার ৭০ টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পরে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ উপকারভোগীদের হাতে কবুলিয়াত দলিল তুলে দেন এবং তাদেরকে গ্রামীণ ঐতিহ্য মাটির হাড়িতে করে মিষ্টি উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ এনামুল হক, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, জেলা আ.লীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম. সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানসহ অন্যান্য কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।