চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় চাঁপাইনবাবগঞ্জে ৯ নারী জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাং, অধ্যক্ষ (অবঃ) রাজিয়া সুলতানা, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শাহিদা আকতার। বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রপথিক বেগম রোকেয়া। যে সময়ে ঘরের অন্দরমহলে নারীরা আবদ্ধ থাকতেন, যেখানে শিক্ষার আলো ছিল না। তিনি সেসময় আলোর মশাল জ¦ালিয়েছিলেন। আজ নারী জাগরণের সৃষ্টি হয়েছে, বেগম রোকেয়ার পথ অবলম্বন করেই। দেশের অর্ধেক জনগোষ্ঠি হচ্ছে নারী। অভিষ্ট লক্ষ অর্জনে নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসে একযোগে শিক্ষার আলো গ্রহন করতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া আমাদের প্রেরনার উৎস যোগাবে। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতাবৃন্দ। শেষে জেলায় বিভিন্নভাবে সাফল্য অর্জনকারী ৯ জন জয়িতাকে সম্মাননা হিসাবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত জেলা পর্যায়ে জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নাচোল উপজেলার সালমা খাতুন, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনে গোমস্তাপুরের শোভা রানী মজুমদার, সফল জননী নারী নাচোল উপজেলার জামিলা বেগম , নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা নারী শিবগঞ্জ উপজেলার আলেয়া খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী সদর উপজেলার বিউটি বেগম। এছাড়া সদর উপজেলা পর্যায়ে আরও ৪ নারী শ্রেষ্ঠ জয়িতা হন।