সুমন ভট্টাচার্য, ময়মনসিংহঃ
“মাগো ধরি তোমার চরন করে দাওনা মোদের স্থায়ী করন” ও “বেতন চাই ভাতা চাই স্থায়ী একটা চাকুরী চাই”এই স্লোগানকে সামনে রেখে আজ ১৪ই মে ২০২২ইং রোজ শনিবার দুপুর ১২ ঘটিকায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ময়মনসিংহ বিভাগ শাখার উদ্যোগে “সারা বাংলাদেশের সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্মরতরা ১৯৭২ সালের পর থেকে সরকারি প্রকল্পের নিয়মানুসারে বেতন স্কেল ও রাজস্বখাতে স্থানান্তরের নীতিমালার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় এক মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আহবায়ক শেখ আব্দুল্লাহ আল আমিন, বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সচিব মো: এমদাদুল হক, বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ময়মনসিংহ জেলা শাখা সভাপতি ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো: নজরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: হাসিম উদ্দিন,নাহিদ হাসান উদ্যোক্তা ১নং অষ্টধার ইউনিয়ন ডিজিটাল সেন্টার সদর ময়মনসিংহ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ময়মনসিংহ বিভাগ শাখার সভাপতি মো: আল-আমিন ।
পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ময়মনসিংহ বিভাগ শাখার সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান হৃদয়।মানববন্ধনে অংশ গ্রহন করেন,বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার ফুলবাড়িয়া উপজেলা,মুক্তাগাছা,ত্রিশাল,ভালুকা,গফরগাঁও, নেত্রকোনা জেলা শাখা,জামালপুর জেলা শাখা, মেলান্দহ উপজেলা,সরিষাবাড়ি উপজেলা,ইসলামপুর জেলা শাখা,শেরপুর জেলা শাখা, অংশ গ্রহন করেন। সকাল ১১ টায় অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।