চিকিৎসা নিতে এসে মারধরের মুখে রোগী ও পরিজন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাজিরপুর (পিরোজপুর)প্রতিনিধি:

বুকে ব্যাথার চিকিৎসা করাতে এসেছিলেন সরকারি হাসপাতালে। চিকিৎসা নিতে এসে কয়েকজন যুবক রোগিনীর পরিজনকে মারধর করলো বলে অভিযোগ উঠেছে। পিরোজপুর জেলার  নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের ভিতরে ঢুকে সোমবার এই ঘটনা ঘটে।

চিকিৎসা নিতে আসেন  উপজেলার পূর্ব বানিয়ারী স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ফজলুুর রহমানের স্ত্রী ছাহেরা বেগম। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।, মেয়ে হাসিনা বেগম (৫৫) ও তার নাতি মোঃ আজমাইন সেখ (২৪)। হাসিনা বেগমের হাত প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের অপক্ষোয় বসে থাকে ডাক্তারের অপক্ষোয় । হাত থেকে প্রেসক্রিপশন নেওয়ার চেষ্টা করে, না দেওয়ার চেষ্টা করলে হাসপাতালের মেঝতে মারধোর শুরু করে  এর বহিরাগত ৪/৫ এসে হামলা চালায়,এতো রোগীনি সহ তার পরিজন আহত হয় বলে জানাগেছে। এই ঘটনার পর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিং ও থানা অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল- ফরিদ ও উপজেলা বিএনপির আহবায়ক সদস্য সচিব আবু হাচান খান ঘটনা স্থল পরিদর্শন করেন রোগী ও তার পরিজনের খোজ খবর নেন। এরপর সিসিটিভির ভিডিও ফুটেজ নিয়ে যায় ।

এ ঘটনায় পুলিশ ও নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিং বলেন, সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রোগীর মেয়ে হাসিনা বেগম জানান, আমার মা ছাহেরা বেগম ৪ থেকে ৫ দিন আগে বুকে ব্যাথা অনুভব করেন। যন্ত্রণা বেশি ওয়ায় নাজিরপুর উপজেলা হাসাপাতালে পরিজন নিয়ে  চিকিৎসা নেয়ার জন্য যায়। প্রেসক্রিপশনে নিয়ে চিকিৎসার জন্য ডাক্তারের অপক্ষোয় বসে থাকা অবস্থায় অজ্ঞাত এক নারী বোরকা পরিহিত অবস্থায় ডাক্তারের চিকিৎসা পত্র নিয়ে চলে যাওয়া চেষ্টা করলে এমতাবস্থায় বাধা দিলে আমাদের মারধর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতে ফেলে চিকিৎসা পত্র নিয়ে দূবৃত্তরা চলে যায়। পরে পুনরায় বহিরাগত, চড় লাথি মারতে শুরু করেন এতে আমার মা গুরুত্বর আহত হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিং বলেন, আমাদের তদন্ত চলছে, তদন্ত শেষে দোষীকে আইনের আওতায় গ্রেফতার করা হবে।

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement