চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে আলোকডিহি ইউনিয়নে কোন প্রকার অপ্রীতিকর ও বিশৃঙ্খল ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সদস্য পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৫ জুন আলোকডিহি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে শহীদ মাহতাব বেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৪নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ হাজার ৩৮৮ জন। তার মধ্যে পুরুষ ৬৭৭ জন এবং মহিলা ৭১১ জন। প্রিজাইডিং অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান জানান, নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে কোন প্রকার অপ্রীতিকর ও বিশৃঙ্খল ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. আমিনুল হক মোরগ প্রতীকে ৫২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব মো. খালেকুজ্জামান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫১৫ ভোট।
উল্লেখ, গত ১২ ফেব্রæয়ারি রাতে ইউপি সদস্য আব্দুর রশিদ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করলে আসনটি শুন্য হয়।