চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধি:
চিরিরবন্দরে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে গত সোমবার উপজেলা পরিষদ চত্তরে বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাবী পাট বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাই উদপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সূনীল কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার পুরবী রাণী রায় প্রমূখ উপস্থিত ছিলেন।