চিরিরবন্দর দিনাজপুর,প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরের পল্লীতে এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি উপজেলার সাতনালা ইউনিয়নের ইছামতি গ্রামের রমেশ পন্ডিত পাড়ায় ঘটেছে। এলাকাবাসি ও থানা সুত্রে জানা গেছে, স্থানীয় মন্দিরের পুরোহিত শ্রী শক্তিপদ চক্রবর্তী (৫৫) এর স্ত্রী দুই সন্তানের জননী কৃষ্ণা চক্রবর্তী ওরফে মনু (৫০) কয়েকদিন যাবত ডায়রিয়া রোগে ভুগছিলেন। স্থানীয় পল্লী চিকিৎসক দ্বারা স্যালাইন দেয়াসহ প্রয়োজনীয় চিকিৎসা চলছিল। গত ১৭ জুন বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়। এরপর ১৮ জুন গতকাল শুক্রবার সকালে মৃতার স্বামী শক্তিপদ চক্রবর্ত্তী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। প্রতিবেশিরা তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেলে রেফার করেন। এ ঘটনায় স্থানীয়দের মনে সন্দেহ হলে থানা পুলিশে সংবাদ দেয়। থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল পূর্বক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, মৃতার নাকে ও মূখে ফেনা ছিল। অস্বাভাবিক মৃত্যু হওয়ায় ইউডি মামলা পূূর্বক মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।