চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধি
“দূর্নিিতর বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” শীর্ষক ¯েøাগানে চিরিরবন্দরে দূর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পল্লী শ্রী দিনাজপুরের সহযোগিতায় উপজেলা চত্তরে একটি র্যালী পূর্বক উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসান। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার(ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, পল্লী শ্রী এরিয়া ম্যানেজার তহিদুল হক প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন সরকার।