চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধি
চিরিরবন্দরে ক্ষেতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলতাফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ বজ্রপাতে একটি গরুরও মৃত্যু হয়েছে। এ বজ্রপাতের গতকাল শনিবার আনুমানিক দুপুর আড়াইটায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের আতারবাজার সাত্তার মেম্বারপাড়ায় ঘটেছে।
নিহত আলতাফ হোসেন খলিলুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় কালোবৈশাখীর ঝড় শুরু হলে তাদের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে আলতাফ হোসেন আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মোসলেমউদ্দিন বসুনিয়া জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।